অফিস/কর্মসহায়ক সেবা-কাউন্টার
Contractual Posted 2 days ago 8 days left Apply before: Dec 28, 2025Job Context
নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে “Identification System for Enhancing Access to Services (IDEA) Project (2nd Phase)” প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ই-জোন এইচ আর এম লিমিটেড আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ দিচ্ছে। উক্ত পদে আবেদনের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে অনলাইনে, ছবি এবং স্বাক্ষর সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আপলোডসহ আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে।
বেতনঃ ১৭,৯১০/-
পদ সংখ্যাঃ ১০
ন্যূনতম যোগ্যতাঃ
- ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমান পাশ হতে হবে।
- নির্বাচন কমিশন সচিবালয়ের সমজাতীয় প্রকল্পের কার্যক্রমে অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
Special Instructions
(প্রয়োজন অনুসারে):
প্রাথমিক তালিকাভুক্তির পর বাছাইকৃতদের পরীক্ষার স্থান, তারিখ ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। সকল প্রয়োজনীয় ডকুমেন্টের মূলকপি ও ১ সেট ফটোকপি, মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে। পরীক্ষার অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।